সাটুরিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৫:৪৫ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ‘সাটুরিয়া প্রেসক্লাবের’ উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য সচিব শাহিনুর ইসলামসহ মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রেসক্লাবের এক ঝাঁক তরুণ সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় প্রেসক্লাবের সদস্যরা বক্তব্যে বলেন, প্রেসক্লাবের এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি মাধ্যম। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।