গোয়ালন্দে বিশেষ অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৭:২০ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পুরিয়া হেরোইনসহ রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) রাত ১১টায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল বেপারী মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের মো. সানোয়ার বেপারীর ছেলে।
শনিবার রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মো. সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহাদত মেম্বার পাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২২৮৪ শ্রমিক ইউনিয়নের অফিসের পেছনে কাঁচা রাস্তার গলির মাথা থেকে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।