ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা রেলগেটের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী রিতু খাতুন (১৪) নিহত হয়েছে।

নিহত রিতু ওই উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত স্কুল ছাত্রীর বাবা-মা মারা যাওয়ার পর থেকে একই এলাকার ফুফুর বাড়ি চরঘাটিনা গ্রামে থেকে পড়া লেখা করতো। সোমবার সকালে সে উল্লিখিত স্থানে রেলপথের উপর শুয়েছিল। অনেক পথিক তাকে সরে যাওয়ার কথা বলেছিল। অবশেষে সে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, এলাকায় গুঞ্জন উঠেছে রিতু প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু বলেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ট্রেনে কাটা,স্কুলছাত্রী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত