সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকা থেকে সাড়ে ৩ মে. টন টিসিবির চালসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামের ট্রাক চালক আব্দুর রহমান (৩৫) ও একই এলাকার আলোকদিয়ার পশ্চিম পাড়া গ্রামের হেলপার শিপন শিকাদার (৩২)।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এসআই হারিছুর রহমানের নেতৃত্বে পৌর এলাকায় পুলিশের বিশেষ টহল চলছিল। রোববার ভোরে পৌর এলাকার মোড় নামকস্থানে একটি মিনি ট্রাকের গতি সন্দেহে সিগন্যাল দেয়া হয়। কিন্তু ট্রাক চালক এ সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে এবং উদ্ধার করা হয় কালোবাজারে পাচারকালে উল্লিখিত ৩ মে. টন চাল উদ্ধার করা হয়। এ চাল কালোবাজারে বিক্রির জন্য ট্রাকযোগে একই এলাকার চর কৈজুরি থেকে আনা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।