ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে সমাবেশ

সিরাজগঞ্জে শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে সমাবেশ

জাতীয়করণকৃত প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনাসহ অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্যতায় জারিকৃত পত্র প্রত্যাহার এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে শহরের বাজার স্টেশন এলাকায় প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষীকারা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশ করে।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর আলী তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির নেতা গোলাম মোস্তফা, গোলজার হোসেন, আব্দুল মান্নান, রহমত হোসেন, হাবিবুর রহমান, আরসেদ আলী, আব্দুল মান্নান ও জাহাঙ্গীর হোসেন।

সমাবেশ শেষে বাজার স্টেশন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এ মিছিলে জেলা শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা অংশ নেন এবং তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ মিছিল শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মাধ্যমে তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়েছে।

শিক্ষক,বেতন,সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত