ঈশ্বরদী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২০:০১ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও ঈশ্বরদীর বিশিষ্টজনদের সম্মানে ঐতিহ্যবাহী ঈশ্বরদী প্রেসক্লাব এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (১৬ মার্চ) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাহিত্য-সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।