রামুতে বণিক সমিতিকে জাগো নারী উন্নয়ন সংস্থার ট্রাইসাইকেল উপহার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

রামুর চৌমুহনী স্টেশনের ময়লা-আবর্জনা অপসারণ ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডকে ট্রাইসাইকেল (ভ্যানগাড়ি) প্রদান করেছে জাগো নারী উন্নয়ন সংস্থা। রবিবার (১৬ মার্চ) বিকেলে সংস্থাটির নির্বাহী পরিচালক শিউলী শর্মা বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে এই গাড়ি হস্তান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সহ-সভাপতি আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. শামীমুল আরশাদ, কার্যকরী সদস্য লোকমান হাকিম, এইচএম মাসুদ, আবুল কাউছার খোকন, আজিজুল হক এবং রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য সোয়েব সাঈদ।

গাড়ি হস্তান্তরের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন, “দীর্ঘদিন চৌমুহনী স্টেশনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তবে বণিক সমিতির উদ্যোগে সম্প্রতি ড্রেন, নালা সংস্কার, ডাস্টবিন স্থাপন এবং ফুটপাতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে, যা স্টেশনটির সৌন্দর্য ফিরিয়ে এনেছে। ভবিষ্যতে বণিক সমিতির উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের সংস্থা সার্বিক সহযোগিতা করবে।”

বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি জানান, স্টেশনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম নিয়মিত চলছে এবং জাগো নারী উন্নয়ন সংস্থার দেওয়া ট্রাইসাইকেল এই কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ জন্য তিনি সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।