চট্টগ্রামে আইনজীবী হত্যায় গ্রেপ্তার ২ আসামিকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২০:২০ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো]

আলোচিত হত্যাকান্ড আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ আদেশ দেন। 

আসামিরা হলেন- চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন।

শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।