ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আদিবাসী স্বীকৃতির দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি

আদিবাসী স্বীকৃতির দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতীয়দের ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক সাজেদা বেগম, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বিথীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বসবাসের ইতিহাস ৩০০ বছরের বেশি নয়, ফলে তারা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য নন। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তিতেও তারা নিজেদের ‘উপজাতি’ হিসেবে উল্লেখ করেছিল, অথচ এখন তারা আদিবাসী পরিচয় দাবি করছে, যা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ।

এ সময় পিসিসিপি নেতৃবৃন্দ ‘আদিবাসী’ শব্দের ব্যবহার বন্ধে আইন প্রণয়নের দাবি জানান। একইসঙ্গে ২০১৯ সালের ১৮ মার্চ বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনের পর ফেরার পথে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং দোষীদের বিচার দাবি ক‌রেন তারা।

আদিবাসী,পিসিসিপি,স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত