বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় নতুন এই কমিটিতে ৫১ সদস্যের তালিকা ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দিনগত রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এই কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জান্নাতুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মতিয়ার রহমান খান মিজান, সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান, শহিদ পাল, সাব্বির হোসেন, মাসুদ রানা, আবু তালেব, হারুন অর রশিদ হারুন, মো. ফজলুল হক, মো. জহুরুল ইসলাম, মো. নয়ন দেওয়ান, জিয়াউর রহমান জিয়া।
সদস্য, মীর একরাম আলী বাবু, শিহাব চৌধুরী, হামিদ পাটুয়ারি, অ্যাডভোকেট মাসুদুর রশিদ, মেহেদী হাসান রনি, ফরিদুল ইসলাম ফরিদ, পার্থ কুমার কুণ্ডু, হুমায়ুন কবির, কামাল বিশ্বাস ক্লাইভ, ওমর ফারুক মিয়া, আব্দুল মমিন মোল্লা, নজরুল বিশ্বাস, উজ্জল মণ্ডল, মো. শফিউল আলম, মো. রুবেল সরদার, মো. সাঈদ শেখ, একরামুল হক বিপ্লব, রেহানা রানু, মো. মাসুদ শেখ, রাকিবুল হাসান মানিক, মো. মারুফ হোসাইন, উজ্জ্বল হোসেন, মো. রনিউজ্জামান বাপ্পী, নাহিদুল ইসলাম মানিক, খবির সরদার, মো. হাবিবুর রহমান হাবিব, মো. নাসিরুদ্দিন নাসির, মো. ফারুক হোসেন, সুব্রত সরকার, সিরাজুল ইসলাম বাবু, ওহিদুজ্জামান ওহিদ, আনিসুর রহমান সেলিম, মো. নুরুল ইসলাম, মো. ফরিদ শেখ, মো. পিরুল মাহমুদ, মো. সামসুল আলম শাকিল।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজবাড়ী জেলার প্রতিটি ইউনিটকে আরও সক্রিয় করা হবে।
তারা আরও জানান, নতুন কমিটির নেতারা শীঘ্রই পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন।