ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরোজ গ্রেফতার

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরোজ গ্রেফতার

রাঙামাটি শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ (২৮)-কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার মধ্যরাতে শহরের আলম ডক ইয়ার্ডস্থ নিজ বাসায় অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ (২৮) রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পিতা মো. জমির উদ্দিন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা অপারেশন ডেভিল হান্টের আসামি। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।"

এদিকে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি তার ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতার বিতরণের ঘোষণার পর ছাত্রলীগের নেতা ইমরোজ নিজেই তার সহপাঠীদের নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্যাকেটে ইফতার সামগ্রী বিতরণ করেন।

নিষিদ্ধ ছাত্রলীগ,নেতা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত