ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন ও বিশিষ্ট ব্যক্তি বর্গ ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নানা ধরনের কাজ থাকে। এসব কাজ যাতে সঠিক ভাবে করা যায় তাই প্রতি বছরের মত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করে দেয়া হবে।

জাতীয় স্মৃতিসৌধ,নিষেধাজ্ঞা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত