ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক স্টিল রাইস সাইলোর দুটি টাওয়ার (সি.এইচ টাওয়ার) ধসে পড়েছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ঝড়ের সময় টাওয়ার দুটি ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, টাওয়ারগুলোর কাজ এখনো সম্পূর্ণ হয়নি। একটির ভারে অপরটি হেলে পড়ায় ধসের ঘটনা ঘটে। প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, নির্মাণকাজ চলমান থাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ধসে পড়া টাওয়ারগুলোর স্থানে নতুন টাওয়ার নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আধুনিক এ স্টিল সাইলোতে স্বয়ংক্রিয় কনভেয়র ব্রিজ স্থাপন করা হচ্ছে, যা ছয়টি টাওয়ারের ওপর স্থাপিত হবে। রোববার সন্ধ্যায় ঝড়ের সময় নির্মাণাধীন কনভেয়র ব্রিজের একটি টাওয়ার পাশের আরেকটির ওপর হেলে পড়ে, ফলে একটি টাওয়ার সম্পূর্ণ ধসে যায়। এতে পুরোনো সাইলোর দেয়ালের পাশে নির্মিত টিনশেড গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দেশের খাদ্য মজুদ ব্যবস্থা আধুনিক করতে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৬০০ কোটি টাকা ব্যয়ে আটটি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে আশুগঞ্জে প্রায় ৫৪০ কোটি টাকা ব্যয়ে এ সাইলো নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালের ৪ এপ্রিল দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান "তমা কনস্ট্রাকশন" এর সঙ্গে চুক্তি করে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারি, ঠিকাদারি প্রতিষ্ঠানের জটিলতা ও সরকারের পরিবর্তনের কারণে চার দফা সময় বৃদ্ধি করা হয়। সর্বশেষ সময়সীমা অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৭৮-৮০% কাজ সম্পন্ন হয়েছে।
আধুনিক এ রাইস সাইলোতে ৩০টি স্টিল সাইলো বিন থাকবে, প্রতিটি বিনের ধারণক্ষমতা ৩৫ হাজার টন। কীটনাশকমুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাল সংরক্ষণের জন্য স্বয়ংক্রিয় তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে, যা চালকে তিন বছর পর্যন্ত মান বজায় রেখে সংরক্ষণ করতে পারবে।
এছাড়া, স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৫০ কেজির ৮০০ ও ৫ কেজির ৯৬০০ প্যাকেট চাল প্রস্তুত করা সম্ভব হবে। নদীপথে পরিবহনের জন্য ঘণ্টায় ১২০ টন চাল লোডিং সক্ষমতা রয়েছে।
প্রকল্পের আওতায় চাল সংরক্ষণের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে অফিস, ডরমেটরি, আনসার ব্যারাক, গুদাম, বৈদ্যুতিক সাবস্টেশন, ট্রাক পার্কিং এলাকা ও অভ্যন্তরীণ সংযোগ সড়ক।