ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

গোয়ালন্দে ডাকাতি প্রস্তুতিকালে তিন যুবক আটক

গোয়ালন্দে ডাকাতি প্রস্তুতিকালে তিন যুবক আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতি প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার (১৭ মার্চ) দিনগত রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর এলাকার মো. মুসলেম সরদারের ছেলে মো. আকাশ সরদার (১৯), বড়চর বেনী নগরের ইউনুচ সরদারের ছেলে মো. মিনহাজুল সরদার (২০) ও চর নাড়ায়নপুরের মো. আজাহার মাস্টারের ছেলে মো: আতাহার (২৬)।

পুলিশ জানায়, গত সোমবার রাত সোয়া ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই আমিনুল হক সংগীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক মৌসুমীর বাড়ির সামনে গলির রাস্তা থেকে মো. আকাশ সরদার, মো. মিনহাজুল সরদার ও মো. আতাহারকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার চাকু ও একটি নীল রঙের জিক্সার সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডাকাতি,যুবক আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত