হুমকির মুখে হাইমচরের মেঘনা নদীরক্ষা বাঁধ
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
শওকত আলী, চাঁদপুর

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ব্লক সরে গিয়ে গর্ত তৈরি হওয়ায় বাঁধটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে বর্ষার আগে বাঁধের ভাঙন ঠেকানো যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাটাখালী থেকে জালিয়ার চর পর্যন্ত বাঁধের বিভিন্ন অংশে ধস দেখা দিয়েছে। ইতোমধ্যে কিছু অংশ দেবে গেছে এবং বেশ কিছু ব্লক সরে গিয়েছে। যদি দ্রুত সংস্কার করা না হয়, তাহলে বর্ষা মৌসুমে মেঘনা নদী তীরবর্তী জনপদ ভয়াবহ ভাঙনের মুখে পড়তে পারে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সরকার ১২৭ কোটি টাকা ব্যয়ে ৬.৪ কিলোমিটার এলাকাজুড়ে এই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করেছিল। এটি জিও টেক্সটাইল ব্যাগ ও দুই ক্যাটাগরির পাথরের ব্লক দিয়ে তৈরি করা হয়। ২০১০-১১ অর্থবছরে প্রকল্পটির কাজ সম্পন্ন হলেও বর্তমানে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা জানান, "মেঘনা নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জেলা সমন্বয় সভায়ও উত্থাপন করা হবে।"
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, "কাটাখালী থেকে জালিয়ার চর পর্যন্ত কিছু এলাকায় গর্তের খবর পেয়েছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।"
স্থানীয়রা আশঙ্কা করছেন, যদি দ্রুত সংস্কার কাজ শুরু না হয়, তাহলে বর্ষা মৌসুমে মেঘনার ভয়াবহ ভাঙনে নদীর তীরবর্তী বহু ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যেতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।