ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে ৬১ টি মসজিদে ২ লাখ টাকা অনুদান দিলেন পৌর প্রশাসক 

ঈশ্বরগঞ্জে ৬১ টি মসজিদে ২ লাখ টাকা অনুদান দিলেন পৌর প্রশাসক 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত মোট ৬১টি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এই অনুদান প্রদান করা হয়েছে। অনুদানের মোট পরিমাণ ২ লাখ টাকা। বিভিন্ন মসজিদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে নির্বাচিত মসজিদগুলোতে এই অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, রমজান উপলক্ষ্যে পৌরসভার মসজিদগুলোতে আর্থিক অনুদানের বিষয়ে পৌর প্রশাসক তাঁর ফেইসবুক প্রোফাইলে ঘোষণা দেন। পরবর্তীতে জমাকৃত আবেদনের মধ্যে ৬১টি মসজিদ নির্বাচন করা হয়। তিন ক্যাটাগরিতে সর্বনিম্ন ২হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। টিনের মসজিদে ৫হাজার, হাফ বিল্ডিং এ ৩ হাজার এবং ফাউন্ডেশন দেওয়া আছে এমন মসজিদে ২ হাজার করে দেওয়া হয়েছে। তবে ত্রুটিপূর্ণ আবেদন এবং চাকচিক্যময় মসজিদের আবেদন গ্রহণযোগ্য হয়নি।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন,-‘ইতঃপূর্বে শুধু ইমামদের রমজান মাসে অনুদান দেওয়া হতো। এবারই প্রথম আবেদনের মাধ্যমে মসজিদে অনুদান দেওয়া হলো’।

মসজিদ,পৌর প্রশাসক,অনুদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত