বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সকল রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমেই দেশে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
সোমবার (১৭ মার্চ) নগরীর একটি ক্যাফে মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনডিএফ রংপুর জেলা শাখার সভাপতি ডা. আতিকুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন—ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন এবং রংপুর বিভাগীয় সহ সভাপতি ডাক্তার মোহম্মদ হোসেন । অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান উপস্থিত ছিলেন।
ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতা পাইনি। ২০২৪ সালে আর একবার স্বাধীনতার কয়েক মাসেই কিছু আচরণে হতাশার চিত্র ফুটে উঠেছে। এ সংকট মোচন করার জন্য জামায়াতে ইসলামী এবং বিএনপিসহ সকল দল ঐক্যবদ্ধ হলে এ দেশে আর কখনও ফ্যাসিষ্টের জন্ম হবেনা। তিনি বলেন আমরা অনেক রক্ত দিয়েছি। এখন দলকানা লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন সকল ভেদাভেদ ভুলে দেশ জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার শপথ নেই।
তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার কাজ বাস্তবায়ন করার জন্য। রমজানের শিক্ষা হচ্ছে আল্লাহর কাছে আমাদের অত্মসর্মপন করার জন্য। এ মাসে বরকতময় রাত পাওয়া যায়। আল্লাহর এ নেয়ামত আমরা অর্জনের চেষ্টা করি।