ঢাকা বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনাব মিল্টন রায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে গত ১৭ মার্চ (সোমবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন জোবিঅ-সাভার, আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার -এর বংগবন্ধু রোড, গৌরীপুর, টংগাবাড়ী, রাজু মার্কেট, আশুলিয়া, সাভার এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।

অভিযানে ০৪ টি পয়েন্টে ওরিয়েন্টাল ওয়াশিং, টংগাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা ও স্পার্টান ফ্যাশন লিমিটেড, বংগবন্ধু রোড, টংগাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা নামক ২টি শিল্প সংযোগ ও নামবিহীন হোটেল, বংগবন্ধু রোড, টংগাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা ও আলসুদাইস হোটেল, রাজু মার্কেট, গৌরীপুর, আশুলিয়া, সাভার, ঢাকা নামক ২টি বাণিজ্যিক সংযোগ এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

এ সময় স্পার্টান ফ্যাশন লিমিটেড, বংগবন্ধু রোড, টংগাবাড়ি, আশুলিয়া, সাভার, ঢাকা-কে ৳২,০০,০০০(দুই লক্ষ)টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপরোক্ত প্রতিষ্ঠানগুলি থেকে ১৭,৩৮,৯৫৮/- মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৭ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২২৪টি শিল্প, ১৪৪টি বাণিজ্যিক ও ২৮,০৮৩টি আবাসিকসহ মোট ২৮,৪৫১টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৪,৯৫৬টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

তিতাস,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত