ঢাকা বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পূর্ব মকিমাবাদ সদ্দার বাড়ি বায়তুল আমান মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পূর্ব মকিমাবাদ সদ্দার বাড়ি বায়তুল আমান মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মকিমাবাদ সদ্দার বাড়ি অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে একদিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, মিলাদ, দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে তাফসীর করেন শাহরাস্তি ভোলদিঘী কামিল মাদ্রাসার মাওলানা মো. কামাল উদ্দিন আব্বাসী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আতিক উল্ল্যা।

এছাড়া, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ছালিম উল্যাহ সঞ্চালনা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ওছমানে গণি মিয়াজি।

মসজিদ কর্তৃপক্ষ অনুষ্ঠানে আর্থিক সহযোগিতাকারীদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন কাউন্সিলর প্রার্থী আবু সাইদ মিয়াজি, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাচ্চু মিয়াজী, মো. ফারুক খান, সমাজসেবক আনোয়ার হোসেন খোকন, কাউন্সিলর প্রার্থী মো. রাসেল মিয়া, আব্দুস সাত্তার মিয়াজি, মো. হাসান মিয়াজি, মো. কাউসার আহমেদ সদ্দার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, মো. মুসলিম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আখতার হোসেন, মো. আবদুল আউয়াল, সমাজসেবক মো. মহসীন মিয়াজী, আবদুল কাদের সওদাগর, মো. ফখরুল ইসলাম খান, মো. নজরুল ইসলাম, মো. ইমাম হোসেন এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।

ইফতার,মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত