সিরাজগঞ্জে ট্রাক্টর খাদে উল্টে ২ যুবকের মৃত্যু

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুসুম্বি গ্রামে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে রাকিব হোসেন (২১) ও জিল্লুর রহমানের ছেলে বাবু সেখ (২০)। এই দুর্ঘটনায় তাদের পরিবারে শোকের মাতম চলছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, বিকেলে তিন যুবক জমিতে হাল চাষের কাজ শেষ করে স্থানীয় বিনোদপুর বাজার থেকে ট্রাক্টরে তেল কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি রাস্তার পাশে পানিভর্তি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিব ও বাবু মারা যান এবং অপর এক যুবক আহত হন।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আবা/এসএস