ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নির্বাচনের দাবিতে শেরপুর চেম্বার অব কমার্সে তালা

নির্বাচনের দাবিতে শেরপুর চেম্বার অব কমার্সে তালা

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দাবি করে সাধারণ ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা লাগিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে এই তালা লাগান তারা।

সাধারণ ব্যবসায়ীদের পক্ষে শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি বাবুল মিয়া অভিযোগ করেন, "নির্বাচন ছাড়াই চার-পাঁচ বছর ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী চেম্বার পরিচালনা করছে। এখন তারা গোপন বৈঠক করে নতুন কমিটি ঘোষণা করেছে, যা আমরা মেনে নেব না। আমরা নির্বাচন চাই।"

ব্যবসায়ী মো. ছামিউল আলম সোহান বলেন, "আমি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি চেম্বারের সদস্য হয়েছি, কিন্তু গত তিন বছরে একবারও কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয়নি। আমরা চাই, অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চেম্বারে সঠিক নেতৃত্ব আসুক।"

চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসাইন আলোকিত বাংলাদেশকে জানিয়েছেন, আমরা ২২ আগষ্ট ২০২৫ নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। অতি দ্রুত কার্যকরি কমিটি নিয়ে মিটিং কল করা হবে। তারপর কি সিদ্ধান্ত হয় আগামি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবে। তিনি আরো জানান এ ব্যাপারে প্রশাসনকে অবগত করা হয়েছে, যদি প্রয়োজন হয় আমরা প্রশাসনের কাছথেকে আইনি সহযোগিতা নিব।

শেরপুর চেম্বার অব কমার্স,তালা,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত