ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদ্দামের পিতা মৃত আকবর আলী। তিনি কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা গোডাউন পাড়ার বাসিন্দা।

সাদ্দামের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া তিনি একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামি।

পুলিশ জানায়, পতিত সরকার ক্ষমতায় থাকার সময় সে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী গ্রুপ জেলা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তিনি বর্তমান সরকার বিরোধী গোপন ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছ। তার গ্রেফতারকে পু্লিশ বড় সাফল্য হিসেবে দেখছে।

ছাত্রলীগ,সাধারণ সম্পাদক,সাদ্দাম,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত