রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী এলাকায় পাপ্পু ঘোষ (২৮) নামে এক ফার্মেসি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
বুধবার (১৯ মার্চ) রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলীর এক ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত পাপ্পু কাঠালতলী পাড়ার মুখে অবস্থিত ‘জয় মা ঔষধ ফার্মেসি’র মালিক ছিলেন। ব্যক্তিগত জীবনে স্ত্রীসহ এক সন্তানের পিতা তিনি।
খবর পেয়ে রাত ১০টার দিকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দেনার কারণে মানসিক চাপে ছিলেন পাপ্পু ঘোষ। স্থানীয়দের ধারণা, আর্থিক সংকট ও পারিবারিক চাপের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পাপ্পু ঘোষ বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটে ছিলেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।