ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পীরগঞ্জে গোপীনাথপুর মাদ্রাসায় ইফতার অনুষ্ঠিত

পীরগঞ্জে গোপীনাথপুর মাদ্রাসায় ইফতার অনুষ্ঠিত

ব্যাপক শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার গোপীনাথপুর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার মাদ্রাসাটির পরিচালক হাফেজ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে মাদ্রাসা মাঠে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুকরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ, যুবনেতা মশফিক রহমান, ফারুক মিয়া প্রমুখ।

সভায় জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম তার বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে বলেন, বিগত ১৫/১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে সারা দেশের মাদ্রাসা গুলিতে এ ভাবে কোন ইফতার সম্মেলন হয়নি। যদিও কোথাও হয়েছে ,তা ছিল সরকারি লোকজন অথবা প্রশাসনের নিয়ন্ত্রণে। অথচ বর্তমান সময়ে এ ধরনের মাদ্রাসাগুলোতে নির্বিঘ্নে ধর্মীয় যে কোন অনুষ্ঠান হচ্ছে । বিএনপি এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান প্রত্যাশা করে এবং সহযোগিতা করে আসছে ।

পরে জিয়া পরিবারের সকলের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

মাদ্রাসা,ইফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত