ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাবিপ্রবিতে ৫২, ৭১ ও ২৪-এর ইতিহাস সংরক্ষণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

রাবিপ্রবিতে ৫২, ৭১ ও ২৪-এর ইতিহাস সংরক্ষণে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ৫২ সালের ভাষা আন্দোলন, ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ, লালন ও বহন করার জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ সংলগ্ন এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

ভাইস-চ্যান্সেলর বলেন, “রাবিপ্রবি প্রতিষ্ঠার ১০ বছরেও এখানে ঐতিহাসিক কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। আজ আমরা গর্বিত যে, ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ সালের সমন্বিত চেতনাকে ধারণ করে আধুনিক স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করছি। এটি আমাদের ইতিহাসকে স্মরণ করিয়ে দেবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, "এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে ২৪ জুলাই-কে ঘিরে বাংলাদেশকে দাঁড় করাবার যে প্রেরণা খুঁজে পেয়েছিলাম, এবং ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।"

স্মৃতিস্তম্ভের নকশায় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। এর প্রথম অংশ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে, ৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে সাতটি আয়তাকার স্তম্ভ রাখা হয়েছে, যা সাতজন বীর মুক্তিযোদ্ধার প্রতীক, এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিজয়কে স্মরণ করতে একটি স্বচ্ছ আয়তাকার অংশ সংযোজন করা হয়েছে, যা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের চূড়ান্ত বিজয়ের প্রতিচিত্র হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত), প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাবিপ্রবি,স্মৃতিস্তম্ভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত