ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট জেলার ধানমণ্ডি এলাকায় অবস্থিত বনলতা সুইটস ও বেকারিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

অভিযানের সময় দেখা যায়, বেকারির পরিবেশ অস্বাস্থ্যকর, কর্মীরা হেড কভার, মাস্ক, টুপি ও অ্যাপ্রন পরিধান না করেই সেমাই তৈরি করছেন। এছাড়া নিম্নমানের ঘি ও অননুমোদিত রং ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত