"কৃষিই সমৃদ্ধি"—এই শ্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঞা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসময় তিনি বলেন, তালিকাভুক্ত প্রতিটি কৃষক পরিবার ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবেন। শেরপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১২৬০ কেজি আউশ ধানের বীজ, ২২৫০ কেজি ডিএপি সার এবং ২২৫০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঞা কৃষকদের উদ্দেশে বলেন, “এই বীজ শুধুমাত্র রোপণের জন্য দেওয়া হয়েছে। যদি কেউ তা চাল হিসেবে ব্যবহার করে খেতে চায়, তাহলে নানা ধরনের রোগ দেখা দিবে।”