ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর

সিরাজগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা মধ্যপাড়া গ্রামে ৭ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে সাংবাদিক তারেক রহমানকে (২৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ৬ সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ ৭ সাংবাদিক পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাট হয়ে শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লিখিত স্থানে পৌঁছলে যানবাহনের জটলা দেখতে পাওয়া যায় এবং রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা প্রতিবাদ করলে কয়েক যুবক গালমন্দ ও উত্তেজিত হয়ে পড়ে। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর হামলা মারপিট ও মটরসাইকেল ভাঙচুর করে। এ সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার আছলাম আলী আলোকিত বাংলাদেশকে বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখনও অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিকে মারপিটের ঘটনায় শাহজাদপুরে সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠে এবং সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকার এ ঘটনা প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপনের ঝড় উঠেছে।

সাংবাদিক,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত