মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের ইফতার মাহফিলে গরুর মাংস খেতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল চারটায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিগত চার বছর ধরে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। ইফতারের মতো গুরুত্বপূর্ণ সময়েও তাদের গরুর মাংস খেতে দেওয়া হচ্ছে না। এই ঘটনায় মুসলিম শিক্ষার্থীরা তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
কলেজের প্রায় সাড়ে চারশো শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩০ থেকে ৩৫ জন অমুসলিম শিক্ষার্থী রয়েছে। সংখ্যায় অল্প কয়েকজন অমুসলিম শিক্ষার্থীর জন্য কর্তৃপক্ষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী খাবার থেকে বঞ্চিত করছে।
শিক্ষার্থীরা আরও জানান, কর্তৃপক্ষ যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত এর সমাধান দাবি করেছেন।