ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চুয়েটে স্টাফ এসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

চুয়েটে স্টাফ এসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠান এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ই মার্চ) চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।

এতে মূখ্য আলোচক ছিলেন চুয়েটের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।

স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাফ এসোসিয়েশনের উপদেষ্টা আবদুল আল হান্নান।

সভায় এসোসিয়েশনের আসন্ন নির্বাচন উপলক্ষে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও চুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার, সিনিয়র ক্যাটালগার মোহাম্মদ ছাবের এবং সচিব সিনিয়র টেকনিশিয়ান মো: ফজলুল হক।

চুয়েট,ইফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত