মাগুরায় অবৈধ অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও সহযোগী আটক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরা আর্মি ক্যাম্প   বৃহস্পতিবার   রাতে   যৌথ   অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রসহ ২ আসামিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বেলনগর গ্রামের আব্দুল ওয়াব মোল্লার ছেলে সান্টু মিয়া ( ৩৫) ও সদরের লক্ষীকান্দর গ্রামের যোগেশ্বর দাসের ছেলে জয় কুমার দাশ (৩০)। 

মাগুরা আর্মি কাম্পের মেজর সাফিন জানান, মাগুরা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান পরিচালনা করে সান্টু মিয়া ( ৩৫) ও জয় কুমার   দাশ   (৩০)   কে   গ্রেপ্তার   করেছে।   

এ   সময়   তাদের   বাড়ী   থেকে   ১টি   ওয়ান   শুটার গান ,তাজা এ্যামু, ১টি বড় রামদা ও ১টি দেশীয় তৈরি হাত কুড়াল জব্দ করা করা । অভিযানে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জব্দকৃত অস্ত্র ও সরঞ্জামাদিসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে । 

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন,অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ২ জনকে সদর থানায় হেফাজতে রাখা হয়েছে । এ ব্যাপারে সদর থানায়