ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঈশ্বরগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন মুসল্লিরা।

সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আহমাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ।

বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজী, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী আহসানুল্লাহ কাসেমী, বায়তুল কোরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম চাটগামী, ইসলামপুর মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আয়াতুল্লাহ রংপুরি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতী ওয়ালিল্লাহ, যুব জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি হাফেজ সাইদুর রহমান এবং ছাত্রনেতা আব্দুল্লাহ জোবায়ের প্রমুখ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কঠোর সমালোচনা করেন। পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানান।

সমাবেশ,মিছিল,ফিলিস্তিন,গণহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত