সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে নিখোঁজের পাঁচ দিন পর ভেড়াদহ বেইলি ব্রিজের নিচ থেকে দুই চাচাতো ভাইয়ের বস্তাভর্তি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন—রাজমিস্ত্রি রিয়াজ উদ্দিন (১৯), পিতা পিঠা বিক্রেতা বদিউজ্জামান এবং হৃদয় (১৮), পিতা কলা ও ঝালমুড়ি বিক্রেতা তোতা সেখ। এ জোড়া হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, গত রোববার রাতে তারা স্থানীয় বৈকুণ্ঠপুর বাজারে যাওয়ার পর নিখোঁজ হন। ওই রাতেই হৃদয়ের ফোন থেকে একই গ্রামের একাধিক ব্যক্তির ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে মেসেজ পাঠানো হয়। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে ব্রিজ এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিকেলে কয়েকজন কৃষক কচুরিপানার ভেতরে বস্তাভর্তি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, নিখোঁজের এক-দুই দিন পর দুর্বৃত্তরা তাদের হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রেখে যায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।