ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় ছাত্র গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় ছাত্র গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শিশু ছাত্রীকে (০৯) ধর্ষণ চেষ্টার ঘটনায় মাদ্রাসা ছাত্র আসলাম হোসেনকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সে ওই উপজেলার আড়ংগাইল গুচ্ছগ্রামের শহিদুলের ছেলে এবং স্থানীয় দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত শনিবার বিকেলে দ্বিতীয় শ্রেণির ওই শিশু ছাত্রী সহপাঠীদের সাথে প্রতিবেশী শহিদুলের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সুযোগে ওই মাদ্রাসা ছাত্র চকলেটের লোভ দেখিয়ে তাকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে সহপাঠীরা এগিয়ে গেলে আসলাম পালিয়ে যায়।

এ ঘটনা স্থানীয়ভাবে আপোষ মিমাংসায় ব্যর্থ হয়। অবশেষে ওই শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ করে।

এ অভিযোগে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত ওই মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে প্রায় দেড় সপ্তাহের ব্যবধানে ৫ শিশু ছাত্রী নির্যাতনের শিকার হয়েছে। এ নিয়ে এলাকার জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ধর্ষন,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত