ঢাকা রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

যুগ্মসচিব হলেন দেবহাটার কৃতি সন্তান আবুল হাসান

যুগ্মসচিব হলেন দেবহাটার কৃতি সন্তান আবুল হাসান

দেবহাটার কৃতি সন্তান আবুল হাসান বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

২০০৫ সালের ২ জুলাই সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন মোঃ আবুল হাসান। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা হিসেবে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি নিজেকে একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সহকারী কমিশনার (ভূমি), কনস্যুল (হজ) ও উপসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।

যেখানেই কাজ করেছেন, সেখানেই জনগণের সেবা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন আবুল হাসান। তার নিরহংকারী ও সদালাপী আচরণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা আনতে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

আবুল হাসান শুধু সরকারি দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, তিনি তরুণদের সঠিক পথ দেখানোর জন্যও কাজ করে যাচ্ছেন। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’র কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দরদির শত শত তরুণকে তিনি সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করে চলেছেন।

তার এই পদোন্নতিতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, বেসরকারি সমাজসেবী প্রতিষ্ঠান ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনসহ বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। তার এই সাফল্যে দেবহাটাবাসী গর্বিত এবং আনন্দিত।

আবুল হাসান,যুগ্মসচিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত