কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। অভিযানে সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী ও কর্মজীবী মানুষরা নাড়ির টানে বাড়ি ফিরবেন, ফলে মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে জেলা, উপজেলা ও পৌর প্রশাসন মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে শনিবার চৌদ্দগ্রাম বাজারে এ অভিযান পরিচালিত হয়।
বাজারে আসা ক্রেতাসহ সর্বস্তরের মানুষ প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। ঈদ বাজার করতে আসা ফারজানা ও সুমী নামের দুইজন বলেন, "অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ঈদ মার্কেটে যাতায়াত হয়েছে নির্ঝঞ্ঝাট। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।"
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন সাংবাদিকদের বলেন, “ঈদযাত্রায় সবার সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে শুক্রবার সারাদিন পৌরসভার পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছিল। এরপরও ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় আজ শনিবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”