দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে চারদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ পল্লী শ্রী প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কোর্স ডিরেক্টর ও প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
কোর্স সমন্বয়কারী ও রিসোর্স পার্সন স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ময়নুল হক গ্রাম আদালত, বিচার ব্যবস্থা, গ্রাম আদালত ও সালিসের মধ্যকার পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রশিক্ষণের নিয়মনীতি, উদ্দেশ্য ও প্রত্যাশা যাচাই নিয়ে আলোচনা করেন কোর্স সমন্বয়কারী রিয়াজ উদ্দিন।
এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক প্রকল্প পরিচিতি ও প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন বিষয়ে বক্তব্য দেন।
প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে গ্রাম আদালতের কার্যপ্রণালী, সমঝোতামূলক বিচার ব্যবস্থার তাৎপর্য, মামলার ধরন, গ্রাম আদালতের এখতিয়ার ও ক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের বিচারযোগ্য মামলাসহ বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন করা হয়।
চারদিনব্যাপী এ প্রশিক্ষণে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৫৬ জন ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।