ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় বিশ্ব পানি দিবস পালিত

উখিয়ায় বিশ্ব পানি দিবস পালিত

“হিমবাহ সংরক্ষণ” (Glacier Preservation) প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালি, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (২২ মার্চ ২০২৫) সকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উখিয়া ওয়াশ সেক্টরের সমন্বয়কারী ও ডিএসকে'র প্রকল্প ব্যবস্থাপক তফাজ্জল হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ এবং উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুখ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সিকদার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং ওয়াশ সেক্টরে কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও কর্মীরা।

সভায় বক্তারা পানি দূষণ ও অপচয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বিশ্ব,পানি,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত