ঢাকা সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শনিবার (২২ মার্চ) ভোরে সদর উপজেলার বৌলাই-জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু ছায়েম রাসেল ভাটিগাংগাটিয়া এলাকার মৃত আবু সাদেকের (ইরাজ ভূইয়া) ছেলে। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, "আবু সায়েম রাসেলের বিরুদ্ধে জেলার করিমগঞ্জ থানায় ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। উক্ত মামলায় তিনি এজাহার নামীয় আসামি। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আবু ছায়েম রাসেলকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।"

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, "আসামি আবু সায়েম রাসেলকে আজ দুপুরে আদালতে সোপর্দ করলে, আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।"

গ্রেপ্তার,ইউপি,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত