ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টমটম চালক খুন

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টমটম চালক খুন

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী চেরাংঘর গোলার পাড়ায় সিরাজুল মোস্তফা (২৬) নামের এক টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, নিহত সিরাজুল মোস্তফা রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর এলাকার বাসিন্দা। তিনি জাকের হোসেন সওদাগরের ছেলে ও তিন সন্তানের জনক।

পুলিশ জানায়, রামুর কলঘর এলাকা থেকে তিনজন যাত্রীবেশী ছিনতাইকারী পিএমখালী যাওয়ার কথা বলে সিরাজুল মোস্তফার টমটমটি ভাড়া নেয়। নির্জন স্থানে পৌঁছালে তারা টমটমটি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায় ছিনতাইকারীরা।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে সিরাজুল মোস্তফা ঘটনার বিবরণ উপস্থিত লোকজনকে জানিয়ে যান বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জুবায়ের নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জুবায়ের সদর উপজেলার ভারুয়াখালী এলাকার মনির আলমের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি মো. ইলিয়াস খান।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুন,চালক,ছিনতাইকারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত