সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। অভিযুক্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪), সুরুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (২৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করায় র্যাব সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয়রা।
র্যাব-১২’র সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ মার্চ রাতে বৈকন্ঠপুর গ্রামের রিয়াজ উদ্দিন (১৯) ও হৃদয় (১৮) নিখোঁজ হন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে, ২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে একই এলাকার ভেড়াদহ ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে বস্তাবন্দি অবস্থায় তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই র্যাব-১২ তদন্ত শুরু করে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে।
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করায় প্রশংসায় ভাসছেন র্যাব-১২ সদস্যরা।