সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে অবৈধভাবে মাটি ভর্তি ট্রাক্টর চলাচল করছে। এতে স্থানীয়দের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ট্রাক্টর থেকে পড়া অতিরিক্ত মাটির কারণে সামান্য বৃষ্টিতেই এসব সড়ক কর্দমাক্ত হয়ে যায়, ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ট্রাক্টরে করে মাটি সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে তাড়াশ পৌর শহরের কাউরাইল, সোলাপাড়া, মঙ্গলবাড়িয়া, খুটিগাছা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাটির স্তর জমে কাদা হয়ে গেছে। শুকনো মৌসুমে এ মাটি ধুলায় পরিণত হয়ে বাতাসে উড়ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, ইটভাটা ও পুকুর খননের জন্য ট্রাক্টরে করে মাটি বহন করা হয়। এতে সড়কগুলো ক্রমেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে সড়কগুলোর অবস্থা আরও শোচনীয় হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, যদিও এটি মূলত সড়ক বিভাগের বিষয়, তবুও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।