ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা শুরু

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা শুরু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার করতোয়া নদীর তীরে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হচ্ছে। চলনবিলের প্রাণকেন্দ্রে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার মিলনস্থলে এই বার্ষিক মেলাটি একদিনের জন্য জমে ওঠে। উৎসবমুখর এ আয়োজনে বউ-শাশুড়িরা দিনভর কেনাকাটায় ব্যস্ত থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর আধ্যাত্মিক গুরু হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসের শেষ দিনে ঐতিহ্যবাহী এই মেলা বসে। তাড়াশ, উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য নারী এ মেলায় অংশ নেন।

বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হওয়া এই উৎসবে জামাইয়েরা শ্বাশুড়ি ও স্ত্রীর জন্য উপহার কিনতে ব্যস্ত থাকেন। মেলায় কাঠ, বাঁশ, বেত, স্টিলের আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, মৃৎপাত্র, কসমেটিকসসহ নানা পণ্য পাওয়া যায়। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।

মেলার আগে থেকেই জামাইরা স্ত্রীদের নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। অনেক শাশুড়ি মেলায় জামাই-মেয়ে আসায় পরিবারের আনন্দ দ্বিগুণ হয় বলে জানান। ঐতিহ্যবাহী এই মেলাটি প্রতি বছরই স্থানীয়দের মাঝে উৎসবের আবহ সৃষ্টি করে।

মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত