ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ৩১ দফার প্রচার ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল

মানিকগঞ্জে ৩১ দফার প্রচার ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণা সভা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উকিয়ারা বাজার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. আইয়ুব আলীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাগির ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ৩১ দফা বাস্তবায়িত হলে সমাজের সকল ক্ষেত্রে সকল বিষয়ে বৈষম্য দূর হবে। দেশ পুনর্গঠন ও সুশাসন নিশ্চিত করতে হলে ৩১ দফার বিকল্প নেই। এসময় তিনি তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মূল্যায়ন করতে হবে, যারা জেল খেটেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, যারা শহীদ হয়েছে অগ্রাধিকারভিত্তিতে তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে। তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে অগ্রাধিকার না দিলে দল টিকতে পারে না।

এসময় বিএনপি নেতা আহমদ আলী, শহীদ জিয়া প্রজন্ম দল সদর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক, রাশেদুল ইসলাম টুটুল, শহীদ জিয়া স্মৃতি হাট উকিয়ারার সভাপতি গোবিন্দ সরকারসহ সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মানিকগঞ্জ,৩১ দফা,খালেদা জিয়া,ইফতার মাহফিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত