ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশে কোনো চোরের পরিবারকে নির্বাচন করতে দেওয়া হবে না: বুলু

বাংলাদেশে কোনো চোরের পরিবারকে নির্বাচন করতে দেওয়া হবে না: বুলু

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু বলেছেন, ভারতে গিয়ে যারা নিজের মুসলমানিত্বের নাম পরিবর্তন করে, বিধান মল্লিক হয়, সেই চোরের পরিবারকে বাংলাদেশে আশ্রয় দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোপালপুর ইউনিয়নে ৭ও ৮ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা গত ১৫ বছর বাংলাদেশের জনগণকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, চুরি করে সব ভোট নিজের দলের পক্ষে নিয়েছে।

বিএনপির সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে কামাল রাসেল মিন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন সামীমা বরকত লাখী এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

চোর,নির্বাচন,বুলু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত