নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁওয়ের পুরাতন টিপরদী এলাকায় অবস্থিত পানাম ফুড পার্ক রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা এ কে এম মাফুজুর রহমান ও সাইফুল আলম রিপন, চৈতী কম্পোজিটের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সহ-সভাপতি মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য) আক্তার হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মনির হোসেন, সালমা ইসলাম কণা, মোকাররম মামুন, কাজী সেলিম রেজা, গিয়াস কামাল এবং রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাটিভি, আলোকিত বাংলাদেশ এবং ঢাকামেইলের সোনারগাঁও প্রতিনিধি হাজি মো. শফিকুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া, প্রয়াত সদস্য ও সদস্যদের প্রয়াত আত্মীয়-স্বজনদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।