ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের হুইল চেয়ার বিতরণ

দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

রবিবার (২২ মার্চ) জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। অন্যান্য সন্তানের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও ভালোবাসা ও সেবা দিয়ে লালনপালন করলে তারা দক্ষ হয়ে উঠতে পারে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. নাসিম হোসেন, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্ নেওয়াজ, কাম টু সেভ (সিটিএস) এর প্রোগ্রাম ম্যানেজার সুব্রত কুমার দাস।

অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পরিচর্যা ও সহযোগিতার মাধ্যমে তাদের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১৩টি হুইলচেয়ার ও ২টি ট্রাইসাইকেল বিনামূল্যে বিতরণ করেন।

বিতরণ,হুইল চেয়ার,প্রতিবন্ধী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত