কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
রোববার (২৩ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নাগেশ্বরী রায়গঞ্জ রাঙ্গালীরবস এলাকার মাদক চোরাকারবারি আব্দুল গফুর(৪০), শাহানুর আলম(৪৫) ও খোকন মিয়া (২৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান জানান, "মাদক কারবারিরা বিশেষ কৌশলে স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের চেষ্টা করছিল। তবে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।"
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, "মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।"