ঢাকা বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের দীর্ঘ ৯ মাস বেতন বন্ধ

দুর্ভোগ চরমে
সিরাজগঞ্জে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের দীর্ঘ ৯ মাস বেতন বন্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪৮টি কমিউনিটি ক্লিনিকের ৪৫ জন স্বাস্থ্য কর্মী টানা ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রজব আলী জানান, "২০০০ সালে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রতিদিন প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করে। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের সেবা দিতে এসব ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু টানা ৯ মাস বেতন না পাওয়ায় কর্মীদের জীবন চরম সংকটে পড়েছে।"

জানা যায়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলো অপারেশন প্ল্যানের মাধ্যমে পরিচালিত হলেও ১৫ ডিসেম্বর থেকে এগুলো কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অধীনে আসে। তবে হাইকোর্ট রাজস্ব খাতে স্থানান্তরের রায় দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকার পরিবর্তনসহ নানা কারণে কর্মীদের বেতন বোনাস বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, "কর্মীদের বেতনের জন্য সংশ্লিষ্ট দফতরে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই বেতন পরিশোধ করা হবে।"

কমিউনিটি ক্লিনিক,বেতন,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত