ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান

৩০ বছর ধরে থাকা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদটি ১০ ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারক লিপি ও সমাবেশ করেছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন জেলা শাখার কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা।

রোববার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে। একই দিনে দুপুরে মুন্সীগঞ্জে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ১৯৯৪ সাল থেকে দশম গ্রেডে রয়েছে। দীর্ঘ ৩০ বছরেও এই গ্রেড উন্নীত না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের পর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক দাবি পূরণ না হলে ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের মুন্সীগঞ্জ শাখার সভাপতি সানজিদা আক্তার, সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামন, ফয়সাল আহমেদ, আল মামুন, তানিয়া খাতুন, প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, সুবিতা রানী সরকার, শিতারা সুলতানা, আমিনুর রহমান, শংকর গ্বোসামি , কাজল কর, ইলিয়াস আহমেদসহ ছয় উপজেলার সকল সহকারি শিক্ষা কর্মকর্তাগণ।

স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত